Monday, May 6, 2013

Android : Battery Life যেভাবে বাড়াবেন


  তথ্যসুত্রঃ Google Play, XDA Forums, Wikihow,tunerpage


         


অ্যান্ড্রয়েড ফোন কেনার পর যে সমস্যাটা দেখা দেয় তা হচ্ছে ব্যাটারী দ্রুত খরচ হয়ে যাওয়া।
 যারা নতুন Android ব্যবহারকারী তারা এই সমস্যায় পড়ার কারণে Android এর ফার্স্ট ইম্প্রেশন খারাপ হয়। প্রায়ই দেখা যায় ফুল চার্জ দেওয়ার এক-আধ ঘন্টার মধ্যে ১০-১৫% চার্জ উধাও।
 কিভাবে এই সমস্যার সমাধান করবেন??.......তার আগে জেনে নিন কেন এ ঘটনাটা ঘটে।

ব্যাটারীর রিডিং/পাঠঃ
প্রথম কথা হচ্ছে আপনার ফোনে যে ব্যাটারী রিডিং দেখাচ্ছে তা ঠিক নয়। ঘাবড়ানোর কিছু নেই। সব Android ফোনেই ভুল পাঠ দেখায়। আগেকার ফোনগুলোতে চার্জ থাকত অনেক বেশি সময়। কারণ ফোনেগুলোর চার্জিত হওয়ার ধরন ছিল অন্যরকম। ফুলচার্জ হওয়ার পর ফোনের কারেন্ট প্রবাহ চেঞ্জ হয়ে সর্বোচ্চ চার্জ ধরে রাখার ব্যবস্থা করত। এতে চার্জ হয়ত বেশিক্ষন থাকত কিন্তু ব্যাটারি লাইফ খুব দ্রুত শেষ হয়ে যেত।
কিন্তু এখনকার স্মার্টফোন গুলো এমন ভাবে তৈরি যেন ব্যাটারি লাইফ বেশিদিন থাকে, ব্যাটারি বেশিদিন যেন টিকে। এজন্য ফুল চার্জ হওয়ার পর ব্যাটারি আর অতিরিক্ত বিদ্যুত নেয় না। ততটুকুই নেয় ফুল চার্জ শো করতে যতটুকু দরকার।

ব্যাটারির চার্জ ধরে রাখার উপায়ঃ

             
ব্যাটারির চার্জ ধরে রাখার জন্য আপনি যে কাজ গুলো করতে পারেন তা হচ্ছেঃ
  1. অপ্রয়োজনীয় অ্যাপস গুলো বন্ধ করে দিন ( Settings > Apps )। এজন্য Android Assistant বা কোন Task Killer App ব্যবহার করতে পারেন।
  2. ব্যাটারি মনিটর করুন (Settings > Battery)। দেখুন কোন অ্যাপস বেশি ব্যাটারি টানছে Battery Monitor
  3. Network যেমনঃ ওয়াইফাই(Settings > Wifi), 3G/4G( Settings > Mobile Networks), হটস্পট, টেথারিং প্রভৃতি দরকার না থাকলে বন্ধ করে রাখুন। সবসময় 2G Network ব্যবহারের চেষ্টা করুন ( Settings > Mobile Networks)
  4. অপ্রয়োজনে ব্লুটুথ, ওয়াইফাই অন করে রাখবেন না (Settings > Bluetooth)
  5. ফোনের ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখুন ( Settings > Display > Brightness )। পারলে অটো ব্রাইটনেস দিয়ে রাখুন
  6. ফোনের GPS ( Settings > Location services) অথবা Sync/Synchronization ( Settings > Accounts & sync) বন্ধ রাখুন
  7. ডিসপ্লে টাইম আউট যথা সম্ভব কম রাখুন
  8. পাওয়ার কন্ট্রোল শর্টকাট/widget ব্যবহার করুন
  9. ব্যাকগ্রাউন্ড হিসেবে “কালো” ব্যবহার করুন
  10. Battery Management Apps ইন্সটল করুন। যেমনঃ JuicedefenderDU battery Saver
  11. যে আর্টিকলের লিঙ্ক দিয়েছি সেখানে ব্যাটারি চার্জ ধরে রাখার একটা পদ্ধতির কথা বলা হয়েছে- Bump Charging. আপনার ফোনের ব্যাটারির ফুল চার্জ হয়ে গেলে চার্জার খুলে আবার চার্জে দিন। এতে করে ব্যাটারি আরো বেশি চার্জ গ্রহন করে। তবে এতে করে ব্যাটারির ক্যাপাসিটি যেমন কমে যায়, তেমনি ব্যাটারি লাইফও কমে যায়।

এছাড়া সুযোগ পেলেই ব্যাটারি চার্জ দিন। লিথিয়াম আয়ন ব্যাটারি বার বার চার্জ দিলে তেমন কোন ক্ষতি হয় না। আশা করা যায় আপানার ব্যাটারি সংক্রান্ত সমস্যা কিছুটা হলেও দূর করতে পেরেছি ।

0 comments:

    Unordered List

    Text Widget